Saturday, August 23, 2025

জবি থেকে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্তের পর আরেক আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা পদত্যাগ করেছেন। আজ শনিবার (১২ জুলাই) বিকেলে সামাজিক মাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাকিবুল হাসান রানা জবির ১৫তম ব্যাচের ও আইন বিভাগের শিক্ষার্থী। এ ছাড়াও তিনি জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

ফেসবুক পোস্টে রানা লেখেন, আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

আরও পড়ুনঃ  ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

জুলাই বিপ্লবের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যেই পরিবর্তন আশা করেছিলাম তার উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। বরং বর্তমান পরিস্থিতিতে চরমভাবে আশাহত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি।’

তিনি লেখেন, ‘ছাত্রদলের সাথে সম্পৃক্ত থাকায় আমি ভাইদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। হয়তো আমি আমার জায়গা থেকে ছাত্রদলের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের মতো স্বর্ণযুগ আবার ফিরে আসুক। এই প্রত্যাশা। দলের প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ