Saturday, August 23, 2025

ব্রেকিং নিউজ: মারা গিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী

আরও পড়ুন

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বি সরোজা দেবী আর নেই। কন্নড়, তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় দীর্ঘ চার দশকের বেশি সময় দাপটের সঙ্গে অভিনয় করা এই অভিনেত্রী সোমবার (১৪ জুলাই) শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে তার মৃত্যুর সংবাদ জানানো হয়। এরপর তার দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার ভক্তরা অভিনেত্রীকে স্মরণ করছে।

আরও পড়ুনঃ  ঝোপে পুঁতে রাখা ব্যবসায়ীর বস্তাবন্দি দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখেন সরোজা দেবী। ১৯৫৫ সালে কন্নড় ভাষার ছবি ‘মহাকবি কালিদাস’ দিয়ে শুরু হয় তার অভিনয়জীবন। তবে ১৯৫৮ সালে তামিল সিনেমা ‘নাডোডি মান্নান’-এ এম জি রামচন্দ্রনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপরই শুরু হয় তামিল চলচ্চিত্র জগতে তার দীর্ঘ আধিপত্য।

অভিনয়জীবনে তিনি ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। তার সহশিল্পীদের মধ্যে ছিলেন কিংবদন্তি অভিনেতা শিবাজি গণেশন, জেমিনি গণেশন, ড. রাজকুমার এবং এনটি রামা রাও। ১৯৫৫ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত একটানা ১৬১টি সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি গড়েছেন এক অনন্য রেকর্ড—ভারতীয় সিনেমায় যা আজও কেউ ভাঙতে পারেননি।

আরও পড়ুনঃ  ইরানের ইউরেনিয়াম সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিলো এক মুসলিম দেশ

হিন্দি চলচ্চিত্রেও রেখেছেন নিজের প্রতিভার ছাপ। ‘পয়গাম’, ‘অপেরা হাউস’, ‘সসুরাল’, ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’ এসব সিনেমায় তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। অভিনয়জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। ১৯৬৯ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণ-এ ভূষিত হন। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে পান ‘কালাই মামানি’ খেতাব। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ