Saturday, August 23, 2025

বিক্ষোভে ঢুকে পড়া ফ্যাসিবাদের অনুচরদের প্রতিহত করুন: পিনাকী ভট্টাচার্য

আরও পড়ুন

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আন্দোলন চলছে। বিশেষ করে রাজধানীর সচিবালয় এলাকা ও উত্তরা অঞ্চল দিনভর উত্তাল ছিল। তবে আন্দোলনের মধ্যে ঢুকে পড়া কিছু ‘উস্কানিদাতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। বিক্ষোভের পেছনে অরাজকতা সৃষ্টির অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীর বিরুদ্ধে। এ প্রেক্ষিতে সতর্কবার্তা দিয়েছেন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও জনপ্রিয় ব্লগার পিনাকী ভট্টাচার্য।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত,কারণ জানালেন নায়েবে আমীর

মঙ্গলবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ‘বিক্ষোভে ঢুকে পড়া ফ্যাসিবাদের অনুচরদের প্রতিহতের’ আহ্বান জানান। ফেসবুকে শেয়ার করা একটি ফটোকার্ডে তিনি লেখেন:

“চলমান আন্দোলনে নেতৃত্বদানকারীদের সচেতন থাকতে হবে, যেন পতিত ফ্যাসিবাদী পক্ষ, কোনো রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী বা সন্ত্রাসী চক্র এতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। পণবন্দি, হামলা বা ভাঙচুরের মাধ্যমে অন্যায্য দাবি আদায়ের চেষ্টা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও লিখেছেন: “বলপ্রয়োগ ও সহিংস রাজনীতির চর্চা দেশে প্রথম চালু করে আওয়ামী লীগ, শেখ মুজিব ও তার অভিশপ্ত মাইয়া খুনি হাসিনা; যা আজও আমাদের পিছু ছাড়েনি।”

আরও পড়ুনঃ  ‘প্রবল পরাক্রমশালী’ ছাত্রলীগের পতনের দিন আজ

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই রাজনৈতিক অপচর্চা থেকে বাংলাদেশকে মুক্ত করতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। ধৈর্য, পরিশ্রম ও দূরদর্শিতা দিয়ে দিশেহারা দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব এখন তাদের কাঁধে। যদিও কাজটি কঠিন, তবুও পরিবর্তনের জন্য এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ