Saturday, August 23, 2025

উত্তরায় শিক্ষার্থীদের উস্কানি, ফেনীর যুবলীগ নেতা আটক

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে পুলিশের উপর হামলার পরিকল্পনার সময় রিয়াদ মাহমুদ রাফি (৫৫) নামে ফেনীর এক যুবলীগ নেতাকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র জনতা।

মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় তাকে আটক করা হয়।

রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  হঠাৎ মধ্যরাতে এনসিপি নেতা নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট

সূত্রে জানা গেছে, রিয়াদ মাহমুদ রাফি গত বছর গণঅভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন। সম্প্রতি মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা গতকাল মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও, তিনি এই শান্তিপূর্ণ পরিস্থিতিতে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় ছাত্ররা তাকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করে।

এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তাকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে এবং তার নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  ফেসবুকে আসিফ মাহমুদের সতর্কীকরণ পোস্ট

ফেনীর পুলিশ সুপার মো: হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, রিয়াদ মাহমুদ রাফির নামে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ফেনী মডেল থানায় দায়েরকৃত মামলায় তাকে ফেনী আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ