মৌলভীবাজার জেলা সদরে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা। এ কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছিলো দলটির ব্যানার ও ফেস্টুন। তবে তিনদিন পর দলীয় নেতাকর্মীরাই এসব ব্যানার-ফ্যাস্টুন সরাচ্ছেন।
এ উদ্যোগ গ্রহণ করেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাফওয়ান জাহান চৌধুরী, কবিরুল ইসলাম রুমন ও মুফলেহ উস সালেকিন।
সাফওয়ান জাহান চৌধুরী বলেন, আমাদের পদযাত্রা ছিল শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত। কর্মসূচি শেষ হয়েছে, তাই শহরের পরিবেশ যাতে ব্যাহত না হয়, সেটা নিশ্চিত করাও আমাদের কর্তব্য বলে মনে করি।
কবিরুল ইসলাম রুমন বলেন, আমরা চাই না শহরের সৌন্দর্য ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ে থাকুক। এনসিপি পরিবেশবান্ধব ও সচেতন রাজনীতিতে বিশ্বাসী।
মুফলেহ উস সালেকিন বলেন, শুধু ব্যানার ঝুলানো নয়, সময়মতো তা অপসারণ করাও রাজনৈতিক শিষ্টাচারের অংশ। ভবিষ্যতেও আমরা এ ধারা বজায় রাখব ইনশাআল্লাহ।
এদিকে এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলম ও যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বলেন, প্রাণের শহর মৌলভীবাজারকে নিরাপদ, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে এনসিপি সবসময় দায়িত্বশীল থাকবে এবং এ কাজে শহরবাসীর সহযোগিতা প্রত্যাশা করে।
শহরের স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের দায়িত্বশীলতা সব রাজনৈতিক দলের মধ্যেই থাকা উচিত।
উল্লেখ্য: এরআগে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ঘিরে ব্যানার ফেস্টুনে ভরে উঠে গোটা শহর। সম্মেলন শেষে বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর নেতৃত্বে শহরে সকল ব্যানার ফেস্টুন নেতাকর্মীরা অপসারণ করে।