Saturday, August 23, 2025

পদযাত্রা শেষে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন এনসিপির নেতাকর্মীরা

আরও পড়ুন

মৌলভীবাজার জেলা সদরে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা। এ কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছিলো দলটির ব্যানার ও ফেস্টুন। তবে তিনদিন পর দলীয় নেতাকর্মীরাই এসব ব্যানার-ফ্যাস্টুন সরাচ্ছেন।

এ উদ্যোগ গ্রহণ করেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাফওয়ান জাহান চৌধুরী, কবিরুল ইসলাম রুমন ও মুফলেহ উস সালেকিন।

সাফওয়ান জাহান চৌধুরী বলেন, আমাদের পদযাত্রা ছিল শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত। কর্মসূচি শেষ হয়েছে, তাই শহরের পরিবেশ যাতে ব্যাহত না হয়, সেটা নিশ্চিত করাও আমাদের কর্তব্য বলে মনে করি।

আরও পড়ুনঃ  ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি এনসিপিসহ কোনো দল

কবিরুল ইসলাম রুমন বলেন, আমরা চাই না শহরের সৌন্দর্য ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ে থাকুক। এনসিপি পরিবেশবান্ধব ও সচেতন রাজনীতিতে বিশ্বাসী।

মুফলেহ উস সালেকিন বলেন, শুধু ব্যানার ঝুলানো নয়, সময়মতো তা অপসারণ করাও রাজনৈতিক শিষ্টাচারের অংশ। ভবিষ্যতেও আমরা এ ধারা বজায় রাখব ইনশাআল্লাহ।

এদিকে এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক ফাহাদ আলম ও যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বলেন, প্রাণের শহর মৌলভীবাজারকে নিরাপদ, সুন্দর ও পরিবেশবান্ধব রাখতে এনসিপি সবসময় দায়িত্বশীল থাকবে এবং এ কাজে শহরবাসীর সহযোগিতা প্রত্যাশা করে।

আরও পড়ুনঃ  জামায়াতের বহিষ্কৃত নেতা এবি পার্টিতে যোগদান করে এমপি প্রার্থী ঘোষণা

শহরের স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের দায়িত্বশীলতা সব রাজনৈতিক দলের মধ্যেই থাকা উচিত।

উল্লেখ্য: এরআগে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ঘিরে ব্যানার ফেস্টুনে ভরে উঠে গোটা শহর। সম্মেলন শেষে বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর নেতৃত্বে শহরে সকল ব্যানার ফেস্টুন নেতাকর্মীরা অপসারণ করে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ