সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সংঘটিত এক সস্ত্রাসী হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯ দিনের একটি ভয়াবহ সংঘাত দেখেছে বিশ্ব। দু-দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় আশঙ্কা জেগেছিল পারমাণবিক যুদ্ধেরও। চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও সংক্ষিপ্ত সেই যুদ্ধ নিয়ে চাপা উত্তেজনা রয়ে গেছে এখনও।
এরই মধ্যে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে কাশ্মীরের পুঞ্চ এলাকায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলির খবর। দাবি করা হচ্ছে, সীমান্তে গুলি ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও।
হিন্দুস্তান টাইমস, পিটিআইসহ ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে কর্মকর্তাদের বরাতে বলা হয়, ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উভয় পক্ষের মধ্যে অন্তত ১৫ মিনিট ধরে চলেছে গোলাগুলি। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ সংঘাতে।
তবে, বিবৃতি দিয়ে এ খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো যাচ্ছে যে নিয়ন্ত্রণরেখা বরাবর কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।