Saturday, August 23, 2025

ওসিকে ‘উলঙ্গ করে এলাকা ছাড়া’ করার হুমকি বিএনপি নেতার

আরও পড়ুন

কক্সবাজারের মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হককে প্রকাশ্যে উলঙ্গ করে পাঠানোর হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহবায়ক ও জেলা কমিটির সদস্য আকতার হোছাইন।

রাজনৈতিক তদবিরে সহযোগিতা না করায় দীর্ঘদিনের ক্ষোভ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর তার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) উপজেলার বাবু দিঘীর পাড়ে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে আকতার হোছাইন এমন মন্তব্য করেন। তিনি প্রকাশ্যে বলেন, ‘ওসি সাহেব, দোকান বন্ধ করেন আপনার। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেয়া হবে।

আরও পড়ুনঃ  ৯,৫০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy A56 5g

আগামীকাল থেকে যদি একটা কথা আপনার বিরুদ্ধে পাই, ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দেব—আমি ওয়াদা করছি।’

এর প্রতিক্রিয়ায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক গণমাধ্যমকে জানান, তিনি ভিডিওটি দেখেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে বিএনপির অন্তত তিনটি গ্রুপ সক্রিয়। আকতার হোছাইন এর মধ্যে একটির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে দলীয় কোন্দল ও গ্রুপিং তীব্র আকার ধারণ করেছে। রাজনৈতিক তদবিরে ব্যর্থ হয়ে তার ক্ষোভ বাড়তে থাকে।

আরও পড়ুনঃ  ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে: আসিফ নজরুল

এরই ধারাবাহিকতায় তিনি সভামঞ্চে প্রকাশ্যে পুলিশ কর্মকর্তাকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোছাইনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ