Saturday, August 23, 2025

লুঙ্গি পরা জাহাঙ্গীরের ঘাসের বস্তায় মিলল ৫১ হাজার ইউএস ডলার

আরও পড়ুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সীমান্তবর্তী ফাশিতলা এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, জাহাঙ্গীরের পরিহিত লুঙ্গির ভাঁজে রাখা একটি ঘাসের বস্তা থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন!

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) লেফট্যানেন্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার হবে এমন খবরের ভিত্তিতে ফাশিতলা এলাকায় অবস্থান নেয় বিজিবি। পরে দুপুরের দিকে বাইসাইকেলে করে ঘাসের বস্তা নিয়ে আসা এক ব্যক্তিকে সন্দেহ হয়। এ সময় তাকে থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সঙ্গে থাকা বস্তায় তল্লাশী চালিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দলিয় আয় ব্যয়ের হিসাব দিলো জামায়াত ইসলাম

বিজিবি জানায়, ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের করার উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ডলার আদালতের নির্দেশে মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম চলছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ