Saturday, August 23, 2025

আওয়ামী লীগের গোপন প্রস্তুতি’

আরও পড়ুন

দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ‘আওয়ামী লীগের গোপন প্রস্তুতি’।

প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগ গোপনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে, যার মাধ্যমে তারা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলা অবস্থায় দলের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ থাকলেও, ২৩শে জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ, রাতের বেলা শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা সভা, খাদ্য বিতরণ, ঝটিকা মিছিলের মতো গোপন কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  ইসলামী আন্দোলনের সমাবেশে জামায়াতকে আমন্ত্রণ

পুলিশ-র‍্যাবের চোখ ফাঁকি দিতে নেতাকর্মীরা ছদ্মবেশে বা সাধারণ মানুষের সঙ্গে মিশে কর্মসূচি পালন করছে। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করতে ছিনতাই-ডাকাতির মতো ঘটনাও ঘটানো হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিলের পরিকল্পনা থাকলেও, পুলিশ জানিয়েছে এগুলো অবৈধ এবং কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ