Saturday, August 23, 2025

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত, নিহত পাইলট

আরও পড়ুন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বিমানটির পাইলট। খবর আল জাজিরার।

রোববার (২৯ জুন) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানায়, রাশিয়ার অন্তত সাতটি টার্গেট ধ্বংস করার পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। নিহত পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেঙ্কো।

একটি পৃথক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, ইউক্রেনের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ৫৩৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এসবের মধ্যে ছিল ইরানের তৈরি শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন দাবি করেছে, তারা এর মধ্যে ৪৭৫টি প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ  ফের ইরান-ইসরায়েল সংঘাতের আশঙ্কা

কিয়েভ ইনডিপেনডেন্ট পত্রিকার তথ্য অনুযায়ী, মিকোলাইভ, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং পশ্চিমের লভিভের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও হামলার শব্দ শোনা গেছে।

চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেৎস জানান, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, তিনটি বহুতল ভবন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও কেন্দ্রীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের শিল্প স্থাপনাগুলোতে হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ধ্বংসপ্রাপ্ত সুউচ্চ ভবনগুলোর ছবি প্রকাশ করেছে, যেখানে পুড়ে যাওয়া দেয়াল ও ভাঙা জানালার দৃশ্য দেখা গেছে এবং উদ্ধারকর্মীরা মানুষকে সরিয়ে নিচ্ছেন।

আরও পড়ুনঃ  শেষ রক্ষার সুযোগই পাননি পাইলট, কেমন ছিল শেষ ১০ মিনিট?

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী সীমান্তবর্তী কুরস্ক ও রোস্তোভ অঞ্চলে এবং ইউক্রেনের দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের তিনটি ড্রোন ধ্বংস করেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ