অসুস্থ সন্তান নাইম হোসেনের (১৭) চিকিৎসার জন্য লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মনির হোসেন ও তার স্ত্রী স্বপ্না এসেছিলেন ঢাকায়। উঠে ছিলেন মগবাজারের একটি আবাসিক হোটেলে। পরদিনই তাদের মৃত্যু হয়। এ ঘটনাকে রহস্যজনক বলে মনে করছে পুলিশ।
রোববার (২৯ জুন) বিকেলে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ঢাকার মগবাজারে হোটেল সুইট স্লিপে আসেন সন্তানসহ ওই দম্পতি। পরদিন সকালে তাদের এক আত্মীয় হোটেলে আসেন। এ সময় তিনি বমি করতে থাকা স্বপ্না ও তার সন্তানকে পাশের আদ দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে স্বামী মনিরও অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে রাখা হলে সেখানে তারও মৃত্যু হয়।
ডিসি মাসুদ আলম বলেন, তাদের মৃত্যুটা কীভাবে হয়েছে, বিষক্রিয়া না অন্য কোনো কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ তিনটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল কলেজের মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, আমরা গুরুত্ব সহকারে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছি। ইতোমধ্যে তাদের রুমের এবং হোটেল থেকে আলামত সংগ্রহ করেছি।