বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে হঠাৎ করে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ‘নৌকা’। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং এর পেছনে কারণ সম্পর্কে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
ইসি’র অফিসিয়াল ওয়েবসাইটের ‘নিবন্ধিত রাজনৈতিক দল’ অংশে সাধারণত প্রতিটি দলের নামের পাশে তাদের নির্বাচনী প্রতীক উল্লেখ থাকে। তবে আজ (মঙ্গলবার) দুপুর থেকে দেখা যায়, আওয়ামী লীগের নামের পাশে প্রতীকটি আর নেই। অন্যসব দলগুলোর প্রতীক ঠিকঠাক দেখা গেলেও শুধুমাত্র নৌকা প্রতীকটি গায়েব হয়ে যায়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, “এটি হয়তো কারিগরি ত্রুটি হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলের একাধিক নেতা বিষয়টিকে “অস্বাভাবিক” ও “উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে কোনো গোপন ইঙ্গিত রয়েছে?
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ও আবেগঘন প্রতীক হিসেবে বিবেচিত, যা স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইসির ওয়েবসাইটে প্রতীকটি পুনরায় সংযুক্ত হয় কিনা, এবং এ ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা আসে কি না, এখন সকলের দৃষ্টি সেদিকেই।