Saturday, August 23, 2025

নাহিদ-সারজিসদের মার্চ টু গোপালগঞ্জ ঘিরে নেতাকর্মীদের সতর্ক করল আওয়ামী লীগ

আরও পড়ুন

এবার দেশের বিভিন্ন জেলায় পথযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৬ জুলাই) ‌‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে দলটি। সেখানে পথ সমাবেশ করার কথা রয়েছে তাদের। তবে ভারতীয় মিডিয়া দাবি করছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলা চালাতে পারে এনসিপির নেতাকর্মীরা।

এজন্য গোপালগঞ্জসহ আশপাশের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সতর্ক করেছে আওয়ামী লীগ। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের। এদিকে, গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকের এক স্ট্যাটাসে বলেন, ‌‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ।’

আরও পড়ুনঃ  মায়ের পরকীয়ার ‘শাস্তি’ দিতে একাধিকবার ধর্ষণ, বেধড়ক মারধর করলেন পুত্র!

দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়, আওয়ামী লীগ নেতারা জানতে পেরেছে শুধু গোপালগঞ্জ নয়, তার আশপাশের জেলাগুলোতে এনসিপি-জামায়াত-শিবির-বিএনপির সশস্ত্র বাহিনী বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিয়েছে। সুযোগ বুঝে তারা মুজিবের সমাধিটি ধ্বংস করার চেষ্টা চালাবে। যেভাবে ঢাকার ধানমণ্ডি ৩২-এর বাড়িটি ভাঙা হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে টুঙ্গিপাড়ায় সমাধিতে সেনা-পুলিশের নজরজারির পাশাপাশি সর্বক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদের নজর রয়েছে।

এদিকে আওয়ামী লীগ গোপন বার্তায় দলের নেতাকর্মীদের বলেছে, শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া শুধু একটি সমাধি নয়, এটি বাঙালি জাতির আত্মার প্রতীক। কিন্তু অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী সমর্থিত চক্র সেখানে নাশকতার পরিকল্পনা করছে।

আরও পড়ুনঃ  প্রেসক্রিপশনের ছবি তুলে রিপোর্টিং, রোগীর গোপনীয়তা কোথায়?

বার্তায় আরও বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এনসিপি দক্ষিণাঞ্চলের পথসভা উপলক্ষে তারা ওই দিন গোপালগঞ্জের পাটগাতি হয়ে ঢুকবে। জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র তারেক সাঈদ এই অভিযানে নেতৃত্ব দেবে। গোপালগঞ্জ জেলায় এনসিপি ও জামায়াতের সাংগঠনিক দুর্বলতা থাকায় তারা বরিশাল ও পিরোজপুর থেকে লোকজন এনে জনশক্তি জড়ো করার পরিকল্পনা করছে। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ