রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় সোমবার (২১ জুলাই) দুপুরে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা ৩১-এ দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন দেড় শতাধিক। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বিমান বিধ্বস্তে শিক্ষার্থীদের মর্মান্তিক এ ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদেরও মন বিষাদে ভরে গেছে। এ অবস্থায় পরিচালক-প্রযোজকদের নাটক মুক্তি না দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ছোটপর্দার আলোচিত অভিনেতা আরশ খান।
সোমবার রাতেই ফেসবুক ভেরিফায়েড পেজে আরশ খান এক স্ট্যাটাসে লেখেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’
এর আগে রাজধানীর উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসেছিলেন এ অভিনেতা। তখন তিনি বলেন, যারা রক্ত দেয়ার জন্য আগাচ্ছেন, তাদের মধ্যে যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা এগিয়ে আসুন। পজিটিভ অনেক রক্ত পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। এগিয়ে আসুন। বিশেষ করে উত্তরা মনসুর আলী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংগ্রহ করা হচ্ছে।
এদিকে বিমান বিধ্বস্তের এ ঘটনায় শাকিব খান, মনোয়ার হোসেন ডিপজল, আরিফিন শুভ, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদ, ইমন, তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস, তমা মির্জা, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আসিফ আকবর, ইমরান মাহমুদুল, সোমনুর মনির কোনাল, আতিয়া আনিসা, দিলশাদ নাহার কনা, সাবরিনা পড়শীসহ আরও অনেকে ফেসবুকে শোক জানিয়েছেন।